আক্তার হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আক্তার হোসেন। তিনি এর আগে বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দিনগত মধ্যরাতে কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সােহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খােকন ও সাধারণ সম্পাদক ইকবাল হােসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমােদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহবায়ক মাে. রাকিবুল ইসলাম রাকিবের কারাবন্দিজনিত অনুপস্থিতিতে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১নং যুগ্ম আহ্বায়ক আক্তার হােসেনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্ত ১৮ মার্চ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে আক্তার হোসেন বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সদা সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

এইচআর/এইচকে