শিরোপা জিতেছে ‘অদম্য ১৩’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ বর্ষের দুই প্রয়াত শিক্ষার্থী আসম জুলহাস জীম ও সুলতান মাহমুদ ওয়াসীর স্মরণে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ‘অগ্নি ১৫’-কে হারিয়ে শিরোপা জিতেছে ‘অদম্য ১৩’।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

ফাইনাল ম্যাচে বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের দল ‘অগ্নি ১৫’-কে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ‘অদম্য ১৩’। এদিন ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ‘অদম্য ১৩’ দলের খেলোয়াড় ও অ্যাকাউন্টিং ও ইনফরমেশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন মুন্না। ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন ‘অগ্নি ১৫’ দলের খেলোয়াড় ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী এইচ এম আসিফ রহমান।

১২ মার্চ থেকে শুরু হয়ে ১৯ মার্চ ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টটির সমাপ্তি ঘটে। খেলায় ইউনিটি ১১, উৎপাত ১২, অদম্য ১৩, দুর্বার ১৪, অগ্নি ১৫ নামে মোট ৫টি দল অংশগ্রহণ করে।

এমএইচএস