সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা রাষ্ট্রবিরোধী অপরাধ বলে উল্লেখ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। শনিবার (২০ মার্চ) সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘জাতি যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, সেই সময়ে বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপস্থিতির মধ্যে হিন্দুসম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করে কেউ কেউ বাংলাদেশকে বিশ্বের সামনে একটি সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এটি রাষ্ট্রবিরোধী অপরাধ।’

বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতের নেতা মামুনুল ও ফয়জুল করীমের অনুসারীরা সংবিধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্যের মাধ্যমে উসকানি দিচ্ছেন। তাদের উসকানির কারণে শাল্লায় এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।

হামলার শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণসহ নিরাপত্তা এবং ধর্ম, মানবতাবিরোধী ও রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানায় শিক্ষক সমিতি।

এইচআর/এমএইচএস