বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

তিনি জানান, বর্তমানে ঈদের ছুটি। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বাড়ি চলে গেছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস খুললে বাংলা নববর্ষ উদযাপন করবে। 

এ বিষয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান বলেন, পহেলা বৈশাখের উৎসব বাঙ্গালি জাতির ঐতিহ্য। পহেলা বৈশাখের দিনেই উৎসবটি করতে পারলে ভালো হতো। এখন ক্যাম্পাস বন্ধ। এই সময় এত বড় উৎসব করলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াই শেষ হয়ে যেত। ঈদের পর উদযাপনের আয়োজন করলে পহেলা বৈশাখের আমেজ হয়তো থাকবে না, কিন্তু বৈশাখ মাস থাকবে। এ সময় মেলা ও অনুষ্ঠানের আয়োজন করলে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। আমার মতে পরে করলেও ভালো হবে। 

শিপন তালুকদার/আরএআর