বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ( বেরোবি) ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহর গাড়ি ব্যবহার নিয়েও পাল্টাপাল্টি অভিমত পোষণ করেছে ভিসি বিরোধী শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ভিসি বিরোধী শিক্ষকরা জানান, প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ক্যাম্পাসে বেশি না এলেও সারাক্ষণ ব্যবহার করেন বিশ্ববিদ্যালয়ের খরচে বিলাসবহুল একাধিক গাড়ি। ভিসি হিসেবে প্রাধিকার অনুযায়ী একটি গাড়ি ব্যবহারের কথা থাকলেও তিনি ব্যবহার করেন ৩টি। রংপুরে ব্যবহার করেন ১টি, আর ঢাকায় ব্যবহার করেন ২টি গাড়ি। 

শিক্ষকরা আরও জানান, ভিসি কলিমুল্লাহ ধারাবাহিকভাবে ঢাকায় থাকায় ও একাধিক গাড়ি ব্যবহার করায় ব্যয় বেড়েছে কয়েক গুন।

অধিকার সুরক্ষা পরিষদের শ্বেতপত্র অনুসারে আগের ভিসি প্রফেসর ড. এ কে এম নুরুন্নবী দায়িত্ব পালনের ৪ বছরে গাড়ির জ্বালানি বাবদ মোট খরচ হয়েছিল চার লাখ আটত্রিশ হাজার টাকা। আর বর্তমান ভিসি প্রফেসর ড. কলিমুল্লাহর প্রথম ১ বছর ৯ মাসেই গাড়ির জ্বালানি বাবদ খরচ হয় ১৩ লাখ টাকা।
 
এছাড়াও শ্বেতপত্রে আরও উল্লেখ করা হয়, ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ক্যাম্পাসে আসতে সড়ক পথের পরিবর্তে ব্যবহার করেন আকাশ পথ। ফলে তার যাতায়াতে বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে অতিরিক্ত ব্যয় হয়েছে লক্ষ লক্ষ টাকা।

অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান বলেন, আইন অনুযায়ী ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ একটি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু তিনি অন্যায়ভাবে ৩টি গাড়ি নিজের দখলে রেখেছেন ও বিভিন্ন অনিয়ম করছেন।

ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহর পিএস ও বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, এসব অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। ভিসি স্যারের গাড়ি রয়েছে একটি। আর একটি গাড়ি ঢাকায় ট্রেনিংয়ের কাজে ব্যবহার করা হয়। 

এ বিষয়ে জানতে ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

এমএএস