ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

শনিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে এ কর্মসূচি পালন করা হয়।

এটি ডিএসএ বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলনের একটি অংশ বলে জানান বাম ছাত্রনেতারা। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবককে স্বাক্ষর করতে দেখা যায়।

গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি মুক্তা বাড়ৈ ঢাকা পোস্টকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে স্বাক্ষর নিচ্ছি। আমরা বলছি, আপনারা যদি আমাদের এ দাবি সমর্থন করেন তাহলে এখানে স্বাক্ষর করতে পারেন। যারা ইচ্ছুক তারা স্বাক্ষর করছেন।

কেমন সাড়া পাচ্ছেন– জানতে চাইলে তিনি বলেন, অনেক শিক্ষার্থী ও অভিভাবক ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। এখন পর্যন্ত বাধাপ্রাপ্ত হইনি। আমাদের এ কার্যক্রম চলবে।

এসময় ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠক ইরফান রহমানসহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচআর/এসএসএইচ/