ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল, শহীদ জিয়াউর রহমান হল এবং লালন শাহ হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৫ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নতুন প্রভোস্ট হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে লালন শাহ হল আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন এবং শহীদ জিয়াউর রহমান হলে নতুন প্রভোস্ট হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন নিয়োগ দেওয়া হলো। এ পদে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, তিন হলেই নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ সোমবার (১৫ মে) চিঠির হার্ডকপি পৌঁছে দেওয়া হয়েছে।

দেশরত্ন শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, আমি এখন দায়িত্ব নেব কি না বিষয়টি ভেবে দেখব।

লালন শাহ হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, আজ দায়িত্ব গ্রহণ করেছি। হলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

/এসএসএইচ/