টিএসসিতে আয়োজিত হলো ‘শতবর্ষে মৃণাল সেন’ শীর্ষক চলচ্চিত্র উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পর্দা নামল ‘শতবর্ষে মৃণাল সেন’ শীর্ষক দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসবের।
বিখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ উৎসব আয়োজিত হয়। উৎসবে সহযোগিতায় ছিল কার্নিভাল ইন্টারনেট।
বিজ্ঞাপন
রোববার (১৪ মে) ‘বাংলার গদার’ উপাধিতে খ্যাত মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হয় ‘শতবর্ষে মৃণাল সেন’ শীর্ষক এ বিশেষ আয়োজন।
দুই দিনব্যাপী উৎসবে তার বিখ্যাত আটটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সোমবার (১৫ মে) আয়োজনের শেষ দিন মৃণাল সেনের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ‘ভুবন সোম’ প্রদর্শনীর মাধ্যমে পর্দা নামে উৎসবটির। এছাড়াও প্রদর্শিত হয় ‘ইন্টারভিউ’, ‘কলকাতা ৭১’, ‘পদাতিক’, ‘অন্তরীণ’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’ ও ‘বাইশে শ্রাবণ’।
বিজ্ঞাপন
চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি মৃণাল সেনের স্থিরচিত্র এবং তার চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীও করা হয়। এছাড়া আয়োজনের প্রথমদিন রোববার বিকেল ৪টায় ‘মৃণাল সেন: চলচ্চিত্রে নাগরিক জীবন এবং রাজনীতি’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন জাহিদুর রহিম অঞ্জন, আকরাম খান এবং ধ্রুব দাস।
উৎসবে দর্শক হিসেবে অংশগ্রহণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৩য় বর্ষের শিক্ষার্থী ফাইয়াজ সামিন বলেন, এমন বিখ্যাত চলচ্চিত্রকারের চলচ্চিত্র নিজের ক্যাম্পাসে উপভোগ করতে পেরে আমরা আনন্দিত। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কাছে আমার আবেদন থাকবে, বাংলা চলচ্চিত্রের অন্যান্য বিখ্যাত চলচ্চিত্রকারের চলচ্চিত্রেরও এমন প্রদর্শনীর আয়োজন হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান তোহা বলেন, মূলত মৃণাল সেনের মতো কালজয়ী পরিচালকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যেই আমাদের এ উৎসব। দর্শকদের কাছ থেকে আমরা যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন করতে এটি আমাদের অনুপ্রেরণা জোগাবে।
উৎসবকে কেন্দ্র করে টিএসসিতে আঁকা হয় নানা আলপনা, গ্রাফিতি এবং একে সাজানো হয় বর্ণিল আয়োজনের। চলচ্চিত্র প্রদর্শনকালে টিএসসি চত্বরে ছিল উৎসবের আমেজ। চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শকদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।
এইচআর/এসএসএইচ/