ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হটলাইন সেবা চালু ও নিরাপত্তার জন্য পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের দ্বিতীয় দিনে সিনেট সদস্য ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সিকদার মনোয়ার মোর্শেদ এসব দাবি উপস্থাপন করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে হটলাইন সেবা চালু করা যেতে পারে। যাতে যেকোনো সময় যেকোনো সেবা পেতে পারেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী সবার নিরাপত্তার স্বার্থে পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনার প্রস্তাব রাখছি।

বার্ষিক সিনেট অধিবেশনে গতকাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৯১৩ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের জন্য ৯২৪ কোটি ৫০ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

আজ দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন। আলোচনা শেষে আজ বাজেট পাস করা হবে। অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট সদস্যরা উপস্থিত রয়েছেন।

এইচআর/এসকেডি