আগামী ২ জুলাই জয়পুরহাটের সাজেদ সাজুর সঙ্গে আনুষ্ঠানিক বিয়ের কথা রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী সাদিয়া আক্তার মীমের। তার গ্রামের বাড়ি বগুড়ায়। সহপাঠীদের অনেকেরই এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়া সম্ভব হবে না। তাই, বিয়ের আনন্দ ভাগাভাগি ও বিশ্ববিদ্যালয় জীবনকে স্মরণীয় করে রাখতে সহপাঠীদের আয়োজনে নিজ বিভাগের ক্লাসরুমে অনুষ্ঠিত হলো মীমের গায়ে হলুদ।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ক্লাসরুমে মীমের হলুদ সন্ধ্যার আয়োজন করে তার সহপাঠীরা। এতে অংশ নেন বিভাগের সহপাঠীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। নাচে-গানে উল্লাসে মেতে উঠেন সহপাঠীরা।

মীমের সহপাঠীরা বলেন, আমাদের পরীক্ষার ব্যস্ততার মধ্যেই হঠাৎ এই আয়োজন। আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা ক্লাসরুমেই হলুদ সন্ধ্যার আয়োজন করেছি। ঈদের ছুটি ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে মীমের বিয়েতে উপস্থিত থাকতে পারব না। এজন্য মীমের প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন। ওর জন্য অনেক শুভ কামনা থাকবে আমাদের পক্ষ থেকে।

এ বিষয়ে সাদিয়া আক্তার মীম বলেন, আমার বন্ধুরা আমার জন্য এত সুন্দর আয়োজন করবে এটা আমি কখনোই ভাবিনি। এই বিভাগে ভর্তি হয়েছি মাত্র তিন মাস হয়েছে। এর মধ্যেই সহপাঠীরা আমাকে এমন সুন্দর মুহূর্তু উপহার দিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ ও অনেক বেশি আনন্দিত। সবার কাছে দোয়া চাচ্ছি।

আশিক জামান/এমজেইউ