ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোটায় ভর্তির সাক্ষাৎকার আগামী মঙ্গলবার থেকে শুরু হবে।

শনিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু সকল কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ (উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সিএআরএস ভবনের নিচ তলায়) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটার মেধাক্রম ১ থেকে ৬ হাজার এবং দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ৬ হাজার ১ থেকে ১০ হাজার ৫৫৭ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজাতি ও দলিত কোটার মেধাক্রম ১ থেকে ১০ হাজার ৫৫৭, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ১০ হাজার ৫৫৭ পর্যন্ত ওয়ার্ড কোটা এবং সকাল ১১টা থেকে মেধাক্রম ১ থেকে ১০ হাজার ৫৫৭ পর্যন্ত প্রতিবন্ধী কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এইচআর/এমজে