করোনার সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা। এমন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবু চারুকলায় চলছে বৈশাখের প্রস্তুতি। তবে মঙ্গল শোভাযাত্রার জন্য নয়। প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচার করা হবে। এ কারণে রং-তুলি নিয়ে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। 

শোভাযাত্রা না হলেও বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচার করা যাবে | ছবি- ঢাকা পোস্ট

কেউ মুখোশ তৈরি করছেন, কেউ তাতে রঙের তুলি বোলাচ্ছেন। আবার কেউ কেউ চারুকলার সামনের দেয়ালে আঁকছেন নানা ছবি। সেখানে তরুণ চিত্রশিল্পীরা আবহমান বাংলার সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও উৎসবের নানা দিক তুলে ধরছেন।

মঙ্গল শোভাযাত্রা না হলেও চারুকলার শিক্ষার্থীদের ব্যস্ততার যেন শেষ নাই | ছবি- ঢাকা পোস্ট

সোমবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউন বিবেচনা করে আগামী বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪২৮ বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনও মঙ্গল শোভাযাত্রা করা হবে না।

কেউ কেউ আবার আবহমান বাংলার নানা দিক দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন | ছবি- ঢাকা পোস্ট

 তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে— উল্লেখ করা হয় বিবৃতিতে।

এমএআর/