মেহেদী হাসান

হৃদরোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

৪৮তম ব্যাচের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে থাকতেন বলে জানান তিনি।

অধ্যাপক নাসরীন সুলতানা বলেন, ‘পরিবার সূত্রে আমরা জেনেছি, মঙ্গলবার ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করায় মেহেদীকে সাইকেলযোগে যশোরের স্থানীয় এক হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে সাইকেল থেকে পড়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।’

মেহেদীর ছোট ভাই সোহাগ হাসান জানান, ‘কিছুদিন ধরে মেহেদীর হার্টে সমস্যা দেখা দেয়। চিকিৎসক তার হার্টে রিং পরানোর পরামর্শ দেন। কিন্তু করোনা মহামারির কারণে সুযোগ হয়ে উঠেনি। আজ সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে নিশ্চিত করেন।’

এদিকে মেহেদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, ‘মেহেদীর অকাল প্রয়াণ তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তার পরিবারের একটি উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে গেল।’

মেহেদী হাসানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপাচার্য। এছাড়া মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মো. আলকামা/এমএসআর