ছুটি না নিয়ে বিদেশে উচ্চশিক্ষা, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত
অধ্যাপক মফিজুর রহমান
বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই বিদেশ গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সূত্র জানায়, অধ্যাপক মফিজুর রহমান ২০১৮ সালে নরওয়ের ইউনিভার্সিটি অব বার্গেন থেকে মিডিয়া স্টাডিজ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রী অর্জন করতে তিনি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেননি। পরবর্তীতে বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেওয়া হলে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
বিজ্ঞাপন
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বের তিন সদস্যবিশিষ্ট কমিটির অন্য দুই সদস্য হলেন, আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির।
এ বিষয়ে অধ্যাপক মো. রহমত উল্লাহ বলেন, বিভাগ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাইয়ের জন্য সিন্ডিকেট সভায় একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা অভিযোগটি খতিয়ে দেখব।
আমজাদ হোসেন হৃদয়/এসআরএস