ঢাবির হল খুলে দেওয়ার দাবি প্রগতিশীল ছাত্র জোটের
প্রগতিশীল ছাত্র জোটের সংবাদ সম্মেলন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
এ বছরের সকল বেতন-ফি মওকুফ এবং টিএসসির বর্তমান অবকাঠামো সংরক্ষণের দাবিও জানায় জোটটি।
দাবি আদায়ে আগামী ৫ জানুয়ারি রাজু ভাস্কর্যে সংহতি সমাবেশ এবং ৭ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক মেঘমল্লার বসু।
বিজ্ঞাপন
তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ । তাদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সিদ্ধান্ত নেবে, এটাই যৌক্তিক। দাবি মেনে নিয়ে শিক্ষার সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে তৎপর না হলে শিক্ষার্থীরা টিএসসির ইতিহাস-ঐতিহ্য রক্ষায় আন্দোলন গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাগিব নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমজাদ হোসেন হৃদয়/এসআরএস