আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা পরিস্থিতি ও বিধিনিষেধ বিবেচনা করে আসন্ন ঈদুল ফিতরের ছুটিকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অতিজরুরি প্রয়োজন ও কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের ঈদুল ফিতরের অনুমোদিত ছুটি প্রয়োজনে কমিয়ে আনা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এইচআর/ওএফ