প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। এ ছাড়া অনতিবিলম্বে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানান সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (১৮ মে) জাবিসাসের দফতর ও প্রকাশনা সম্পাদক ওসমান গণি রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জাবিসাস সভাপতি মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ এক যৌথ বিবৃতিতে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের তীব্র নিন্দা জানিয়েছেন। এ ছাড়া অনতিবিলম্বে তার মুক্তির দাবি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রোজিনা ইসলামকে এভাবে হেনস্তা ও গ্রেফতার স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এমন কার্যকলাপ খুবই নিন্দনীয় ও হতাশাজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির খবর প্রকাশ করায় পরিকল্পিতভাবে রোজিনা ইসলামের সঙ্গে এ ঘৃণ্যতম কাজ করা হয়েছে বলে আমরা মনে করি।

আরও বলেন, আমরা রোজিনা ইসলামের মুক্তি ও প্রকৃত ঘটনা উদঘাটন করে এতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তি গ্রহণের দাবি করছি।

মো. আলকামা/এনএ