টিকা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিলো ঢাবি
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রোববার (২৩ মে) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বরাবর এই অনুরোধপত্র পাঠান।
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, সামনে যে টিকা আসছে, সেটি যেন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়। যাতে আমরা দ্রুত বিশ্ববিদ্যালয় খোলার দিকে অগ্রসর হতে পারি। সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর অনুরোধপত্র পাঠিয়েছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের অনেক শিক্ষক এখনও করোনার টিকা পাননি। শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও টিকা পায়নি। আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ডাকে সাড়া দেবে, আমরা সবার টিকা নিশ্চিত করতে পারব। তারপর দ্রুত সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব।
এর আগে ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনার টিকার জন্য https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ৩১ মার্চের মধ্যে নিবন্ধন করতে বলা হয়। সেখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করলেও কেউ করোনার টিকা পাননি এবং কোনো হালনাগাদ তথ্যও জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এইচআর/এইচকে