অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত অবরোধ করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জুন) সকাল ১০টায় নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালিত হবে।

সোমবার (৩১ মে) ‌‘অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ আন্দোলনের সমন্বয়ক সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী নায়েক নুর মোহাম্মদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আমরা শিক্ষামন্ত্রীকে আল্টিমেটাম দিয়েছিলাম। তবে তিনি আমাদের দাবিতে কর্ণপাত না করে নিজের দায়সারা মন্তব্য করে কালক্ষেপণ করে যাচ্ছেন। তাই আমরা ঢাকায় অবস্থানরত ঢাবি, সাত কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জবিসহ ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠীরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় নীলক্ষেত মোড়ে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করব।

ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থীদেরকে মঙ্গলবার অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

এইচআর/ওএফ