অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলার রোডম্যাপ ঘোষণাসহ তিন দাবিতে আজ সমাবেশ করবে প্রগতিশীল ছাত্র জোট।

মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালন করা হবে। অন্য দুইটি দাবি হলো- হল খুলে দিয়ে পরীক্ষা নিতে হবে, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকা প্রদান করতে হবে।

সোমবার (৩১ মে) প্রগতিশীল ছাত্র জোট ঢাবি শাখার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সোহাইল আহমেদ শুভ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ মাস ধরে আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ। আমরা শুরু থেকেই বলে আসছি বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আপনাদের (কর্তৃপক্ষের) পরিকল্পনা কী সেটা হাজির করুন। কিন্তু এখন পর্যন্ত কোনো পরিকল্পনা, রোডম্যাপ আমরা দেখতে পাইনি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাসসহ যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো শিক্ষার্থীদের স্বার্থবিরোধী বলে আমরা মনে করছি।

তিনি আরও বলেন, আমাদের দাবি অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলতে হবে। এ জন্য একটি রোডম্যাপ ঘোষণা, হল খুলে পরীক্ষা নেওয়া এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সবার টিকা নিশ্চিত করার দাবিতে আমরা আজ মঙ্গলবার ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করব।

এইচআর/এসকেডি