কুবিতে রোববার থেকে শুরু হচ্ছে চূড়ান্ত পরীক্ষা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামীকাল রোববার (১৩ জুন) থেকে সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এজন্য পরীক্ষার হল জীবাণুমুক্তকরণ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে পরীক্ষা কমিটি।
করোনাকালীন চূড়ান্ত পরীক্ষা নিতে গঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, রেবাবার সকালেই পরীক্ষার হলগুলো জীবাণুমুক্ত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চারটি একাডেমিক ভবনে চারজন ডিনের তত্ত্বাবধানে পরীক্ষা চলবে। এ লক্ষ্যে গত বৃহস্পতিবারই পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। প্রথম ধাপে আগে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার পর পর্যায়ক্রমে অন্য পরীক্ষাও নেওয়া হবে।
এদিকে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় আগামীকাল থেকে শিক্ষার্থীদের জন্য বাস চলাচল শুরু করা হবে। পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষার শিডিউল অনুযায়ী আগামীকাল থেকে ক্যাম্পাস থেকে শহর ও শহর থেকে ক্যাম্পাসে বাস চলাচল করবে।
বিজ্ঞাপন
এছাড়া আগামীকাল থেকে সীমিত পরিসরে দাফতরিক কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।
করোনার কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও ৬ জুলাই থেকে দাফতরিক কার্যক্রম শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একই বছরের ২০ ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া শুরু করে প্রশাসন।
এ সময়ে ৩২টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা মন্ত্রণালায়ের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় কুবি। এরপর ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয়।
এমএসআর