উপাচার্য ড. শিরীণ আখতারের সঙ্গে কমিটির সদস্যরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট' (সিইউএসডি)-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা চবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতারের সঙ্গে উপাচার্যের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন। এতে উপস্থিত ছিলেন সিইউএসডির নবগঠিত কমিটির সভাপতি পিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক সজিব দাসসহ অন্যান্য সদস্যরা।

উপাচার্য নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সিইউএসডির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ ছাড়া তিনি বর্তমান সমাজে যুক্তিবাদী মানুষ গড়তে বিতর্কের আবশ্যিকতার ওপরে গুরত্ব আরোপ করেন।

‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগান সামনে রেখে এক যুগ ধরে সিইউএসডি মুক্তিবুদ্ধির চর্চা করে যাচ্ছে। বছরজুড়ে বিভিন্ন বিতর্ক অনুষ্ঠান আয়োজন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নানা উৎসব পালন করে আসছে।

এনএ