করোনা কেড়ে নিল ইবি শিক্ষকের প্রাণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যপক ড. আকরাম হোসেন মজুমদারের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুন নাহার অধ্যাপক ড. মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আগেই কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয় অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদারকে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৬ জুলাই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়।
পরবর্তীতে তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকলে রোববার (২৫ জুলাই) থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আইন বিভাগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকবার্তার মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এসপি