অধ্যাপক রাশেদা আখতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করেছেন রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছরের জন্য তিনি উক্ত পদে বহাল থাকবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সকল সুযোগসুবিধা ভোগ করবেন।

তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ।’

এর আগে অধ্যাপক রাশেদা আখতার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, শিক্ষক সমিতির সহসভাপতি, যৌন হয়রানি নিরোধ কেন্দ্রের প্রধান এবং ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালকসহ নানা দায়িত্ব পালন করেন।

মো. আলকামা/এমএসআর