জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঐতিহ্যের বিদ্যাপীঠ ঢাকা কলেজ। শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়। 

অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের সম্মানিত বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীদের জানানো যাচ্ছে যে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে রোববার (১৫ আগস্ট) ঢাকা কলেজে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেগুলো হলো-

১. সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা।

২. সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

৩. দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা কলেজ জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

৪. শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল প্রতিযোগিতা -

ক. কুইজ।
খ. কবিতা আবৃত্তি।
গ. রচনা প্রতিযোগিতা।

জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ইদ্রিস হাওলাদার বলেন, অন্য বছর সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে শোক দিবসের নানা কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করা হলেও এবার করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা সেটি করতে পারছি না। তাই শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা কলেজের সব অনলাইন কার্যক্রমও বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আরএইচটি/এসএসএইচ