ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবির দুই শিক্ষক
বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস নামে ভিন্ন দুই ক্যাটাগরির গবেষণায় বিশেষ অবদান রাখায় 'ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২০' পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।
এতে বিজ্ঞান ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস ক্যাটাগরিতে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান চৌধুরী এ অ্যাওয়ার্ড লাভ করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপাচার্যের সম্মেলন কক্ষে তাদেরকে এ সম্মাননা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সম্মাননা প্রদানকালে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে খুব ভালো মানের গবেষণা হচ্ছে। কেননা আমরা গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করেছি। এতে করে গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীরা আগ্রহী হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ল্যাব স্থাপন, যন্ত্রপাতি ক্রয়সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি। আগামীতে গবেষণায় বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
এসময় আগামীতে সকলকে গবেষণায় উদ্বুদ্ধ করতে প্রত্যেক অনুষদ থেকে ভাইস চ্যান্সেলর আওয়ার্ড প্রদান করা হবে বলে জানান উপাচার্য।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. তুলসি কুমার দাস, অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, অধ্যাপক ড. শামসুল হক প্রধান ও অধ্যাপক ড. মনিরুল ইসলাম।
এর আগে গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘৮ম বার্ষিক কনফারেন্স অন রিসার্স ফাইন্ডিংস’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় তাদের নাম ঘোষণা করা হয়।
জানা যায়, অধ্যাপক ড. রেজাউল করিম বায়োগ্যাসে সালফার সরানো বিষয়ে গবেষণায় বিশেষ অবদান রাখেন। গবেষণাপত্রটি আন্তর্জাতিক মানের ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশিত হয়েছে।
অপরদিকে, ড. মো. শাহজাহান চৌধুরী দেশের প্রচলিত ক্ষুদ্র ঋণ সমাজ পরিবর্তনে কী ধরনের প্রভাব রাখছে এবং তার বাস্তব চিত্র তুলে ধরে গবেষণায় বিশেষ অবদান রাখেন।
জুবায়েদুল হক রবিন/এমএএস