আব্দুর রহিম ও মাঈনুদ্দিন পাঠান 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে একুশে টেলিভিশনের অনলাইন প্রতিনিধি আব্দুর রহিম সভাপতি ও আমার সংবাদের প্রতিনিধি মাঈনুদ্দিন পাঠান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০.৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া সহসভাপতি পদে তৌহিদুল ইসলাম হিমেল (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিপন চন্দ্রশীল (ভোরের ডাক), দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কবির ফারহান (আমাদের সময়), কোষাধ্যক্ষ এস জে আরাফাত (মানবজমিন),পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাসিব আল আমিন (নিউন্যাশন), সদস্য পদে নুমান রাশেদ (বাংলাদেশ টুডে), সাবিহা তাসমীম (ডেইলি আওয়ার টাইম) নির্বাচনে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, ২০২০-২০২১ সময়ের জন্য এই কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

এসপি