আগামী ১ অক্টোবর থেকে দুটি নতুন ট্রেন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। শনিবার (১৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ৩৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সিনেট সদস্য ড. ওমর ফারুক রাসেলের প্রশ্নের জবাবে উপাচার্য এ তথ্য জানান।

তিনি বলেন, আমি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়কে দুটি নতুন ট্রেন দেবেন বলে জানিয়েছেন। যা আগামী মাসের ১ তারিখ থেকে চালু হবে।

উপাচার্য আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের বড় একটা অংশ ট্রেন দিয়েই আসা-যাওয়া করে। শিক্ষার্থীর তুলনায় ট্রেনের বগি কম থাকায় কষ্ট করে যাতায়াত করতে হতো। এখন নতুন ট্রেন দুটো চালু হলে শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তির লাঘব হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে শাটল ট্রেনে চড়ে ক্যাম্পাসে আসেন রেলমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন রেলমন্ত্রী।

এতে তিনি ঘোষণা দেন এসি ও ওয়াই-ফাইসহ ১৫-১৬ বগি বিশিষ্ট একটি নতুন ট্রেন দেবেন চবি শিক্ষার্থীদের।

রুমান হাফিজ/এমএএস