বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে এবং ৭৫টি মোমবাতি প্রজ্বলন করে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বক্তব্য দেন।

বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় কোষাধ্যক্ষ আবদুল মাননান, জামালপুর পৌরসভার মেয়র আলহজ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. এএইচ এম মাহবুবুর রহমান, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. আব্দুছ ছাত্তার, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শাহজালাল এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী বক্তব্য রাখেন।

এসকেডি