চবিতে ঢাবির ২৮ হাজার ৪৬৯ ভর্তিচ্ছু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে ২৮ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী। আগামীকাল ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তিযুদ্ধ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে নিয়োজিত থাকবে প্রায় ২০০ পুলিশ সদস্য।
বিজ্ঞাপন
এছাড়া বিভিন্ন সংস্থার বিপুল পরিমাণ সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবেন। পরীক্ষার সময় শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা যানজটমুক্ত রাখতে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা। এই ইউনিটে আবেদন করা ১১ হাজার ১৯৪ ভর্তিচ্ছু চবিতে পরীক্ষা দেবেন। ২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৮৪৬ জন।
বিজ্ঞাপন
২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন ও ‘চ’ ইউনিটের পরীক্ষায় প্রায় ১ হাজার জন ভর্তিচ্ছু চবিতে পরীক্ষা দেবেন।
চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। আমাদের ক্যাম্পাসে পাঁচটি ইউনিটের অধীনে প্রায় সাড়ে ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে।
চলবে শাটল ট্রেন
ঢাবির ভর্তি পরীক্ষায় চবি কেন্দ্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে প্রথম দুদিন (১ ও ২ অক্টোবর) পরীক্ষার্থীদের জন্য একটি ট্রেন চলাচল করবে। সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি নগরীর চট্টগ্রাম রেল স্টেশন থেকে এবং দুপুর১টা ৪৫ মিনিটে আবার ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।
এমএসআর