ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে সিঁড়ি বেয়ে উঠছেন প্রতিবন্ধী ওহিদুর

গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ভর্তি পরীক্ষা দিতে রাজশাহী থেকে এসেছেন প্রতিবন্ধী ওহিদুর। তিনি হাঁটতে পারে না। হাতের ওপর ভর দিয়েই চলাচল করেন। তার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে পড়াশুনা করা।

ছেলের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে ভর্তি পরীক্ষায় ওহিদুরের বাবা সন্তানকে হুইল চেয়ারে নিয়ে কেন্দ্রে এসেছেন। বাবার এমন ভালোবাসায় মুগ্ধ হয়েছে অনেকে। ফুটে উঠেছে প্রতিবন্ধী সন্তানের প্রতি বাবার ভালোবাসা।

ওহিদুরের বাড়ি রাজশাহীতে। পড়াশুনা করেছেন গ্রামের স্কুল-কলেজে। স্বপ্ন ছোঁয়ার প্রাণান্ত চেষ্টা ওহিদুরের। দুটি হাতের ওপর ভর দিয়ে এবং হুইল চেয়ারে চলেন। তবে দৃঢ় মনোবল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন।

বাবার সঙ্গে ওহিদুর

ওহিদুর বলেন, চলাফেরা করতে আমার খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট ছাড়া যে আবার কিছু অর্জন করা যায় না। তাই রাজশাহী থেকে এসেছি কুষ্টিয়াতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে। স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশুনা করা। প্রশ্ন কঠিন হয়েছে তবু ভালো পরীক্ষা দিয়েছে।

তিনি বলেন, আমার স্বপ্ন পড়াশুনা করে প্রতিষ্ঠিত হয়ে অবহেলিত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে চাই। এর আগে ডেন্টালে পরীক্ষা দিয়েছি কিন্তু চান্স হয়নি। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাকি রয়েছে। আশা করি ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাব।

ওহিদুরের বাবা বলেন, মানুষের ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড়। সে যা চায় সৃষ্টিকর্তা যেন তাই বানায়। ছেলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে পড়াশুনা করা। প্রতিষ্ঠিত হয়ে অবহেলিত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা। আমার ছেলে হাঁটতে পারে না, হুইল চেয়ারে নিয়ে যাওয়া-আসা করতে কষ্ট হয়। তবুও আমার ছেলরে স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করছি।

এমএসআর