১৯ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন বিভাগে সশরীরে পাঠদান শুরু হয়। তবে পরীক্ষা চলমান থাকায় সব বিভাগ একই দিনে ক্লাস শুরু করতে পারেনি। এদিকে গতকাল সব আবাসিক হল খুলে দেওয়া হয়।

জানা যায়, করোনাভাইরাসের কারণে ২০১৯ সালের ১৮ মার্চ থেকে বন্ধ হয়ে যায় চবির সব শিক্ষা-কার্যক্রম। এরমধ্যে একাধিকবার সশরীরে পরীক্ষা গ্রহণ হলেও ক্লাসে ফিরতে পারেনি শিক্ষার্থীরা। ফলে ১৯ মাস ধরে সশরীরে ক্লাস থেকে বঞ্চিত ছিলেন তারা। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

ক্লাসে ফেরা শিক্ষার্থী লাবণ্য আক্তার ঢাকা পোস্টকে বলেন, কতদিন ধরে অপেক্ষায় আছি ক্লাসে ফেরার। সহপাঠীর সঙ্গে সরাসরি ক্লাস করা ভীষণ মিস করেছি এতদিন। আজ সেটি সমাপ্ত হয়েছে। আনন্দের কমতি নেই আমাদের। পৃথিবীটা সুস্থ থাকুক, করোনার মতো এমন কিছু যেন আর না আসে।

বাংলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়াজ মোহাম্মদ বলেন, অনেকদিন ধরে ক্লাসে ফেরার অপেক্ষায় ছিলাম। অবশেষে দীর্ঘদিন পর ক্লাসে প্রবেশ করেছি। অনেক দিন পর বন্ধুদের পেয়ে বেশি ভালো লাগছে। অনলাইন ক্লাস আর অফলাইনে অনেক পার্থক্য।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থী ও আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে। অবশেষে আমরা সেই সময়টায় পৌঁছেছি। ১৯ মাস পর ক্লাসে ফিরে শিক্ষার্থীরাও প্রাণবন্ত ছিল।

আইন অনুষদের শিক্ষক হাসান মুহাম্মদ রোমান বলেন, আজ আমাদের বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হয়েছে। এটি ভালো বিষয়। অনেকদিন পর শিক্ষার্থীদের সঙ্গে দেখা হয়েছে; প্রাণ খুলে কথা বলেছি। আজ ক্লাস শুরুর মাধ্যমে সবকিছু স্বাভাবিক হয়েছে।

এমএসআর