জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিবেট ক্লাবের (আইএসডিসি) ২০২১-২২ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে রাফিয়া রহমান (১৩তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক পদে মো. সোহেল রানা (১৪তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) ইসলামিক স্টাডিজ ডিবেট ক্লাবের মডারেটর মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি জুবায়ের ইবনে জহির (বাংলা বিতর্ক), সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) আনোয়ার শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জুথিঁ খানম, সাংগঠনিক সম্পাদক মোশাররাত রাহিম, দফতর সম্পাদক নূর নবী, অর্থ সম্পাদক মোস্তফা আল বারী রাফি, প্রচার সম্পাদক নাঈমা আক্তার রিতা, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নিদ্রা, কার্যনির্বাহী সদস্য মো. আরিফুল ইসলাম, নাজনীন নাহার নীলা, সুরাইয়া ইয়াসমিন তিথি, মো. সবুজ, সিয়াম হাসান নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তারা স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।

ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘আমাদের বিভাগের বিতর্ক চর্চাকে সামনে নিয়ে যেতে ভালো কিছু করার চেষ্টা থাকবে। আমাদের বিভাগকে বিশ্ববিদ্যালয়ের সেরা বিতর্ক ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা থাকবে।’

এমটি/এসএসএইচ