দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ছাত্রলীগের কর্মীরা।

আজ (২১ অক্টোবর) রাত ১২টা ১ মিনিটে হল প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন হল ছাত্রলীগের কর্মীরা। এ সময় সাম্প্রদায়িক সন্ত্রাসের কারণে নিহত ব্যক্তিদের স্মরণ করে এক মিনিট নিরবতা কর্মসূচি পালন করা হয়।

মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আকতারুজ্জামান সোহেল বলেন, একটি সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশ সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত। মৌলবাদী শক্তিরা পর্যায়ক্রমে দেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে চলছে। তাদের কার্যক্রম শক্ত হাতে দমন করা হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অপশক্তিকে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারী মৌলবাদী গোষ্ঠীর সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি কর্মী সর্বদা প্রস্তুত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী যুবায়ের আহমেদ, সাইফুল ইসলাম, সুজন মাহমুদ, সজিব, সাইদুর রহমান রাফি প্রমুখ।

মো. আলকামা/এনএফ