বেরোবি ডিবেট ফোরামের সভাপতি বৃষ্টি, সম্পাদক শামীম
বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) ২০২১-২২ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বৃষ্টি প্রামাণিক ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম আহমেদ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সংগঠনের সদ্য সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌস তমার সভাপতিত্বে অনলাইন সভায় সংগঠনটির চিফ মডারেটর অধ্যাপক ড তুহিন ওয়াদুদ, মডারেটর নুরুল্লাহ’র উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় অনলাইনে আরও সংযুক্ত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আবদুল কাদের ও তরিকুল ইসলাম পিয়াস।
বিজ্ঞাপন
কমিটির সহসভাপতি রেদোয়ানুর রহমান প্রান্ত, প্রকাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কে মুরাদ আহমেদ, তাহেরুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ ইসরাত জাহান টুম্পা।
এছাড়া সদস্যরা হলেন জান্নাতু জাহান লাবনী, রেনী আক্তার, জান্নাতুন নাহার তুলি, কাওসার সরকার, যুথী রানী, মুশফিক খান, ফারুক হোসাইন, রিশাদ নূর, শামীম ওসমান, পরিতোষ রায়, লিমন ইসলাম, তাজরিমিন তানফি, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল খালেক, শ্যামল সিদ্দিক।
বিজ্ঞাপন
এমএসআর