ঢাবি ‘প্রযুক্তি ইউনিটে’র ভর্তি পরীক্ষা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিটে’র ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি. এসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টা থেকে ৪.৩০ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানীর অন্য ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিকেল সাড়ে ৩টায় কার্জন হল এলাকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট আলাদা ও স্বতন্ত্র একটি ইউনিট। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। এতে মোট আসন সংখ্যা ১৪৫৫টি। পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি এই চারটি বিষয়ে ১২০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাস মার্ক ৪৮। ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ণয় করা হবে।
এ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এইচআর/এসকেডি