দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর হল খুলেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)। ফলে হলে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। 
 
সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। প্রতিটি হলের সামনে সকাল ১০টার আগে থেকেই শিক্ষার্থীদের ভিড় লক্ষ করা যায়। শিক্ষার্থীরা সকাল থেকেই ব্যাগে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন উপায়ে ক্যাম্পাসে ফিরতে দেখা যায়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী নুসরাত সাদিয়া মুনা ঢাকা পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের হল আমাদের দ্বিতীয় আবাসস্থল। দীর্ঘদিন পরে ক্যাম্পাসে আসতে পেরে খুব ভালো লাগছে। আর শিক্ষকরা যেভাবে বরণ করেছেন তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের আমরা হলে ফিরে আনতে পেরেছি। সকাল ১০টা থেকে হলে উঠতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হলের শিক্ষার্থীরা। কমপক্ষে এক ডোজ টিকা দেওয়া ও হলের বৈধ কাগজপত্র দেখানোর শর্তসাপেক্ষে আবাসিক হলে উঠেছে। 

উপাচার্য আরও বলেন, ৬০-৭০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হলে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিবো। এ সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের শূন্যস্থান পূরণ হবে এবং হল পরিপূর্ণ হবে এতে আমরা খুবই আনন্দিত। শীতকাল সামনে রেখে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করে রাখা হচ্ছে। আনন্দের সাথে হলে থাকতে পারবে শিক্ষার্থীরা।

এ ছাড়া বঙ্গমাতা হলের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়ে প্রভোস্ট মো শাহীন কাদির ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, হল কর্তৃক নির্ধারিত নিয়মে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। তাদের সব ধরনের সুযোগ সুবিধার কথা চিন্তা করে প্রস্তুতি নেওয়া হয়েছে। ছাত্রীরা এসে ঠিকভাবে হলে থাকতে পারবে।
  
শিক্ষার্থীদের বরণের সময় নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মো. বাহাদুর, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল, শিক্ষকবৃন্দ , কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

হাসিব আল আমিন/আরআই