করোনার কারণে একবছরেরও বেশি সময় বন্ধ ছিল ক্যাম্পাস। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে সরকারি সিদ্ধান্তে।  

এক বছরেরও বেশি সময় পর ক্যাম্পাসে ফেরার আনন্দে উৎসবে মেতেছিলেন ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) শিক্ষার্থীরা। ৩১ অক্টোবর ভৌতিক থিমের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে হ্যালোইন উদযাপন করে তারা।
 
আইএসডির প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা এবং কর্মচারীরাও এই আয়োজনে অংশ নেন। শিক্ষার্থীরা ভূতুড়ে পোশাক পরে ক্লাস করেন এবং স্কুলে আয়োাজিত হ্যালোইন থিমের বিভিন্ন কার্যকলাপে অংশ নেন। 

এ দিনে পুরো ক্যাম্পাসটি হ্যালোইন থিমে সাজানো হয়, যার অংশ হিসেবে অ্যাডমিন বিল্ডিংয়ের সামনে একটি ফটো বুথ স্থাপন করা হয়। এছাড়াও শিক্ষার্থী এবং ফ্যাকাল্টিদের অংশগ্রহণে একটি ভূতুড়ে ও বিনোদনধর্মী নাটক উপভোগ করেন প্রাইমারি সেকশনের শিক্ষার্থীরা।

এনএফ