বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মরণে ঢাকা কলেজে স্থায়ী দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় এ দেয়ালিকা প্রকাশ করা হয়।

‘শেখ রাসেল দেয়ালিকা’র উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার। 

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে দেশকে অভিভাবকশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু ঘাতকরা সফল হতে পারেনি। ঢাকা কলেজ পরিবার গভীর শ্রদ্ধাভরে ১৫ আগস্ট নিহত সকলকে স্মরণ করছে।’

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন বলেন, ‘নতুন প্রজন্মের অনেকেই স্বাধীন বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে জানে না। তাই আমরা চাচ্ছি শিক্ষার্থীদের কাছে এসব বিষয় পৌঁছে দিতে। এই স্থায়ী দেয়ালিকা শিক্ষার্থীদের লেখা গান, গল্প, কবিতায় ভরপুর থাকবে। এখানে নির্দিষ্ট সময় পরপর বিভিন্ন লেখা যুক্ত হবে। এতে করে শিক্ষার্থীরা নতুন বিষয় সম্পর্কে জানতে পারবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আফরোজ মিয়া, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকরা।

আরএইচটি/আইএসএইচ/এইচকে