জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ‘জি’ও ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ‘এইচ’ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলের ব্যাপারে জানতে চাইলে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (জি ইউনিট) পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম বলেন, ‘পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৫ হাজার ৪ শত ২৬ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করে ১ হাজার ৩ শত পরীক্ষার্থী। সে হিসেবে পাসের হার ২৩ দশমিক ৯৫ শতাংশ। ইন্সটিটিউটে সর্বোচ্চ ৭৮ দশমিক ৬৭ নম্বর পেয়ে একটা ছেলে প্রথম হয়েছে।’

এছাড়া ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ‘এইচ ইউনিট’ এর সাবেক পরিচালক অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার বলেন, ‘পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ২৩ হাজার ৫৩ জন। এরমধ্যে পাস করে ৪ হাজার ৯৮১, যা মোট পরীক্ষার্থীর ২১.৬০ শতাংশ। প্রথম হওয়া পরীক্ষার্থী পেয়েছেন মোট ৮০.৫৩ নম্বর।’

উল্লেখ্য, ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ‘জি ইউনিট’ মোট আসন রয়েছে ৫০টি। এছাড়া ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ‘এইচ ইউনিট’ মোট আসন রয়েছে ৫৬টি। মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থীকে মেধা তালিকায় রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org এ।

মো. আলকামা/এমএসআর