প্রথম বারের মতো ‘টেডএক্সডিপিএসএসটিএসস্কুল’ শিরোনামে টেডএক্স অনুষ্ঠানের আয়োজন করেছে ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল ঢাকা। শনিবার (২৭ নভেম্বর) রাজধানীর উত্তরায় ডিপিএস এসটিএস স্কুলের ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশে ও বিদেশে বিভিন্ন খাতে সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও স্পেশাল ব্রাঞ্চ প্রধান মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আক্তার, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার অব লিঙ্কনস ইন, বর্তমানে গ্রেইস চেম্বারে অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত মারিহা জামান খান; বিশিষ্ট অ্যাক্টিভিস্ট, উদ্যোক্তা ও সমাজসেবী শমী হাসান; ডিজেবিলিটি অ্যাক্টিভিস্ট ও হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউসিডব্লিউএবি) প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন, প্রখ্যাত কমেডিয়ান ও কলামিস্ট নাভিদ মাহবুব এবং জনপ্রিয় ইউটিউব ব্যক্তিত্ব ও কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান।

এছাড়াও, বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ অভিনেতা দিব্য জ্যোতি, বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পরিবেশনকারী তাসনুভা আনান শিশির, বিখ্যাত গায়ক, সুরকার ও অভিনেতা প্রীতম হাসান।

এ বিষয়ে ডিপিএস এসটিএস স্কুলের ভাইস প্রিন্সিপাল বিজো কুরিয়ান বলেন, টেড টকস অন্য যেকোনো প্রেজেন্টেশনের চেয়ে ভিন্ন। কারণ এর মাধ্যমে টার্গেট অডিয়েন্সের কাছে প্রয়োজনীয় তথ্য খুব কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়। আমাদের উদ্দেশ্য ছিল ‘টেডএক্সডিপিএসএসটিএসস্কুল’র মাধ্যমে মেধাবীদের একত্রিত করা। এ অনুষ্ঠানে আমরা চিন্তার উদ্রেক করে এমন আলোচনায় গুরত্বারোপ করেছি এবং অংশগ্রহণকারীদের বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেছি।

এ আয়োজন উপলক্ষে ডিপিএস এসটিএসের অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে আয়োজিত হয়েছে। এতে প্রতিষ্ঠিত ব্যক্তিদের মূল্যবান বক্তব্য শোনার মধ্য দিয়ে সকল স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন ও অনুপ্রাণিত হওয়ার সুযোগ পেয়েছে।

এমএসি/এসকেডি