জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

সোমবার (২৯ নভেম্বর) কলা অনুষদের নবনিযুক্ত ডিন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি আগামী ৩০ নভেম্বর থেকে পরবর্তী ২ বছরের জন্য কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান এবং ২০১৩ সালে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

দায়িত্ব পালন সম্পর্কে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান উন্নয়নের ডিনের অনেক কাজ। দায়িত্ব পালনে আমি সচেষ্ট থাকব।

এমটি/জেডএস