বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ষষ্ঠ সমাবর্তন আজ। করোনার প্রাদুর্ভাবের কারণে এবারের সমাবর্তন অনুষ্ঠানটি ভার্চুয়ালি হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়ালি এ সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে।

ইউল্যাব সূত্রে জানা যায়, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন। সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এবারের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিবেন স্নাতক ও স্নাতকোত্তরের ৯টি প্রোগ্রাম থেকে ৭৫৪ জন শিক্ষার্থী।

৬ষ্ঠ সমাবর্তনের বিষয়ে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী করোনার জন্য এবারের সমাবর্তন ভার্চুয়ালি করছি। তবে সমাবর্তন ভার্চুয়ালি হলেও আমরা চেষ্টা করব অনুষ্ঠানটিকে যত প্রাণবন্ত করা যায়।

এমএসি/আইএসএইচ