কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও তুলনামূলক প্রবীণ শিক্ষার্থীদের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিজ্ঞান অনুষদের নতুন নির্মিত হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মো. কামাল উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি মো. জুলহাস মিয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, সায়েন্স ক্লাবের আয়োজনটা আমি খুব উপভোগ করি। কলেজে আমি সায়েন্স ক্লাবের সক্রিয় সদস্য ছিলাম। সেখানে সে সময় বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। এসব কার্যক্রম এক্সট্রা কারিকুলাম হিসেবে বিবেচিত হয়। আশা করি আমার শিক্ষার্থীরা এই সুবর্ণ সুযোগ যথার্থভাবে কাজে লাগাবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আজকের অনুষ্ঠানে নবীনদের বরণ ও যারা পড়ালেখা শেষ করেছে তাদের বিদায়ের জন্য আয়োজন করা। কিন্তু এটা শুধু কমিটি কিংবা বিশ্ববিদ্যালয় থেকে প্রস্থান মাত্র। বিজ্ঞান চিন্তা কখনো তাদের ছেড়ে যাবে না বলে আশা করি। সামনের দিনে সায়েন্স ক্লাব আরও এগিয়ে যাক।

সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন শাওন বলেন, বিজ্ঞান আমাদের জীবনযাত্রা অনেকটা সহজ করে দিয়েছে। কিন্তু বিজ্ঞানের এসব সুযোগ-সুবিধা ভোগ করতে গেলে তাকিয়ে থাকতে হয় পাশ্চাত্যের দিকে। তারা আবিষ্কারের পর আমরা এনে সে সুবিধা ভোগ করি। কিন্তু আমরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে যে সব সায়েন্স ক্লাব রয়েছে সেগুলোর মাধ্যমেই আমরা নতুন নতুন  আবিষ্কারের দিকে এগিয়ে যেতে পারি। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে আমরা এর আগেও বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি। সামনেও ধারাবাহিকভাবে আয়োজন করব।

প্রসঙ্গত, মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে।

জাভেদ রায়হান/আরআই