ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থার বিপণন শাখায় ‘স্যুভেনির কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্যুভেনির কর্নার উদ্বোধন করেন।

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রকাশনা সংস্থার পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিল রেখে শতবর্ষ উপলক্ষে এ ‘স্যুভেনির কর্নার’ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বারক সংগ্রহ করতে পারবেন। দেশ-বিদেশের অতিথিরা বিশ্ববিদ্যালয় ভ্রমণে আসলেও স্বারক সংগ্রহ করতে পারবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একটি নব দিগন্তের সূচনা হলো।

এইচআর/আইএসএইচ