রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন বুয়েট শিক্ষার্থীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ডাদেশ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
বিজ্ঞাপন
আদালতের রায়ের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেন, বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা পরিকল্পিতভাবে নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সকলের আস্থার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।
তারা বলেন, আমরা আবরারের পরিবারের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, এই রায় যেন শেষ পর্যন্ত বহাল থাকে।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে তিনজন (এহতেশামুল রাব্বি তানিম, মুজতবা রাফিদ, মোর্শেদ-উজ-জামান মন্ডল জিসান) এখনও পলাতক। আমরা জোর দাবি জানাচ্ছি, পলাতক তিনজনকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে রায় কার্যকর করা হোক। আমাদের প্রত্যাশা ভবিষ্যতে বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষককে যেন রাজনৈতিক অপসংস্কৃতির বলি না হতে হয় এবং সকল ক্ষেত্রে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।
এছাড়াও এ রায় বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তারা।
আরএইচটি/এইচকে