লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা নিজেদের আরও আত্মবিশ্বাসী করে তোলে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বুধবার (৮ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা’র বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, খেলাধুলা নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। খেলাধুলা শরীর ও মনের সুস্থতায় বড় ভূমিকা রাখে। সংস্কৃতি ও খেলাধুলায় ভালো করতে পারলে আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারব। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং খেলাধুলা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে তিনি আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

প্রতিযোগিতায় ছেলেদের ইভেন্টে সমাজকর্ম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। মেয়েদের ইভেন্টে অর্থনীতি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ ভলিবল দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর ড. আলমগীর কবীর, শারীরিক শিক্ষা দপ্তরের ডিরেক্টর চৌধুরী সৌউদ বিন আম্বিয়া, বিভিন্ন বিভাগের প্রধান এবং শিক্ষকরা।

এমএসআর