সময় বাড়ল ইবির ভর্তি আবেদনের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন এবং ২০ ডিসেম্বর পর্যন্ত বিষয় পছন্দ তালিকা পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।
বুধবার (৮ ডিসেম্বর) আবদনের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। তিনি বলেন, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।
বিজ্ঞাপন
আগের নোটিশ অনুযায়ী গত ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া ভর্তি আবেদন প্রক্রিয়া চলতি মাসের ১২ ডিসেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও নতুন করে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
রাকিব হোসেন/এসকেডি
বিজ্ঞাপন