ফেসবুক পেজে ইবি শিক্ষক নিয়োগের আবেদন!
সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সঙ্গে আবেদন করার অপশনও রাখা হয়েছে। এতে বিব্রত আবেদকারীরা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘IUian-ইবিয়ান’ নামে একটি পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সুযোগ রেখেছে তারা। তবে এ বিষয়টি সঠিক নয় বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
জানা যায়, ‘IUian-ইবিয়ান’ নামে একটি ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা আবেদনের সুযোগ রেখেছে। তবে কর্তৃপক্ষ বলছে,ফেসবুকের কোনো গ্রুপে বিজ্ঞাপন দেওয়া হয়নি এবং আবেদনেরও কোনো সুযোগ নেই। এসব জায়গায় আবেদন করে কাউকে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তির পুনরায় অনুমোদন দিয়ে এসেছি। তবে এ রকম কোনো ফেসবুক গ্রুপে এ বিষয়ে বিজ্ঞাপন দিতে বলা হয়নি। এসব স্থানে কেউ আবেদন করে যদি প্রতারিত হয়, তবে সেটা আবেদনকারীদের ব্যক্তিগত বিষয়।
এমএসআর