ঢাবিতে ‘গণপরিষদ বিতর্কে রাষ্ট্রভাবনা’ শীর্ষক সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও আইন বিভাগের যৌথ উদ্যোগে ‘গণপরিষদ বিতর্কে রাষ্ট্র ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এটি অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন। আইন অনুষদ ও আইন বিভাগের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এর আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সংসদ সদস্য অ্যারোমা দত্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ সেমিনারে আলোচনায় অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সংবিধান প্রণয়ন করেছিলেন। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, দেশে গণতন্ত্রের অনুপস্থিতি এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এ সংবিধান তৈরির প্রেক্ষাপট রচনা করেছিল।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বিরাজমান নানা অসঙ্গতি দূর করে বঙ্গবন্ধু চারটি মূলনীতির ভিত্তিতে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছিলেন। এ সংবিধানকে ধারণ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এইচআর/আরএইচ